নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে রবি/২০২১-২২ মৌসুমে বিনামূল্যে বোরো হাইব্রিড জাতের বীজ সহায়তা এবং উফশী জাতের বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে তালিকাভুক্ত কৃষকদের মাঝে হাইব্রিড ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।
গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুনের এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ খালেক। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমপি মহোদয়ের প্রতিনিধি মনিরুজ্জামান আতু, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সাহ, উপজেলা স্বেচছাবেকলীগের আহবায়ক আবুল বাসার প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই বিতরণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ লাভলী খাতুন। তিনি বলেন, উপজেলায় দৃর্যোগ সহনীয় বোরো হাইব্রিড ধানের বীজ ৫শ’ জন ও উফশী জাতের বীজ ৮ শ’ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে।
এসময় গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানা,কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ অফিসার হেলালউদ্দীন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে কৃষি অফিসের স্টাফসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থি’ত ছিলেন।