নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষ এই সভা অনুষ্ঠিত হয়।
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅলোক কুমার দাস,উপজেলা প্রাথমিক শিক্ষকদের আফিল উদ্দিন, মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) রাসুল সামদানি, সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমূখ। এসময় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া দেওয়া হয়।