Home » গাংনীতে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াশ ইন ইন্সটিটিউশন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

গাংনীতে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াশ ইন ইন্সটিটিউশন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
161 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াশ ইন ইন্সটিটিউশন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাপনী কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সাহারবাটি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এসকেএস ফাউন্ডেশনের প্রজেক্ট এ্যাক্টিং কো-অর্ডিনেটর বসুদেবচন্দ্র সরকার। উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ২৯ টি কমিউনিটি ক্লিনিকে এবং উপজেলার ৪ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা ও বিশুদ্ধ পানি ও (হাইজিন) স্যানিটেশন ব্যবস্থাাপনা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

শুরুতেই ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের অর্জন ও শিখন নিয়ে আলোচনা করা হয়।
এসময় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থি’ত ছিলেন, এসকেএস’র প্রজেক্ট অফিসার (স্যোসাল) প্রকাশ কুমার বিশ্বাস, প্রজেক্ট অফিসার (হাইজিন) শারমিন বেগম।

কর্মশালায় কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি সিএইচসিপি, সাহারবাটি ইবাদতখানা মাধ্যমিক বিদ্যালয়, জেটিএস মাধ্যমিক বিদ্যালয়,সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় ও চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ( ৪ জন) প্রধান শিক্ষক ও ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন