আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর শহরের বড় বাজারে ইসলামী ব্যাংকের উপশাখার উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে শহরের বড় বাজার এলাকার কাচাবাজারে ব্যাংকের উপশাখাটি শুভ সুচনা হয়।
ইসলামী ব্যাংক মেহেরপুর জেলা শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের যশোর জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু।
উদ্ধোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মাহফুজুর রহমান বলেন, মেহেরপুর বেসরকারি ব্যাংকের মধ্যে প্রথম ব্যাংক হিসাবে ইসলামি ব্যাংক তাদের শাখা মেহেরপুরে চালু করে। বড় বাজারে শাখাটি শুরু হওয়ার খুব অল্পদিনে ব্যাংকটি মানুষের আস্থার স্থান দখল কর নেয়। পরে ব্যাংকের কারণে বড় বাজারের সরু গলিতে যানজট লেগে থাকতো। একারণে তারা হোটেল বাজারে গাড়ি পার্কিং সুবিধা সম্বলিত স্থানে ব্যাংকের শাখাটি স্থানান্তর করে। এতে বড় বাজার ব্যবসায়ীদের নগদ টাকা লেনদেনে সমস্যা সৃষ্টি হয়। একারণে ব্যাংক আবারো তাদের একটি উপশাখা ব্যবস্হা করে। এতে করে বড় বাজারের ব্যবসায়ীরা আবারো তাদের সুবিধামত লেনদেন করতে পারবে। উপস্থিত ছিলেন কোরআন তেলোয়াত দিয়ে শুরু করেন ফারুক হুসাইন , উপসাখার ইনচার্জ হাবিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা আশরাফুল আলম, জাহাঙ্গীর ইসলাম পরিচালনা করেন জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার কামরুজ্জামান প্রমখ।