ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলীঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান,
সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত।
আজ সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মজিবর রহমান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম,স্থানীয় সরকার উপপরিচালক জনাব ইয়ারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ,ও জেলা নির্বাচন অফিসার আঃ ছালেক।স্থান – জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ।
ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান মহেশপুর উপজেলার নব-নির্বাচিত ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
এসময় ১২টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন,এসবিকে ইউনিয়ন পরিষদে আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউনিয়নে গোলাম হায়দার নান্টু, পান্তাপাড়া ইউনিয়নে মাজহারুল ইসলাম স্বপন, শ্যামকুড় ইউনিয়নে জামিরুল ইসলাম, কাজীরবেড় ইউনিয়নে মোঃইয়ানবী, বাঁশবাড়ীয়া ইউনিয়নে নাজমুল হুদা জিন্টু । স্বরুপপুর ইউনিয়নে মিজানুর রহমান, নেপা ইউনিয়নে মোঃসামসুল হক মৃধা, যাদবপুর ইউনিয়নে সালাহউদ্দিন আহম্মেদ, নাটিমা ইউনিয়নে আবুল কাশেম মাষ্টার, মান্দারবাড়ীয়া ইউনিয়নে আমিনুর রহমান, আজমপুর ইউনিয়নে শাহাজান আলী।
অপরদিকে ১২ টি ইউনিয়নের সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ শপথ পাঠ করান।
মহেশপুর উপজেলা পরিষদ হলরুমে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিম। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার জুলফিকার আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজান আলী প্রমুখ।