নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে ছাগল চুরির অভিযোগে ৩জনকে আটক করে গণধােলাই দেয়া হয়েছে। একই সাথে জবাইকৃত ১ টি ছাগল বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে হয়েছে। আটককৃতরা হলেন-কল্যাণপুর গ্রামের উত্তরপাড়ার জমির মন্ডলের ছেলে ইছার উদ্দীন (৪৮),মৃত পিয়ার আলীর ছেলে রহিদুল ইসলাম (৫৫) ও মৃত রববান আলীর ছেলে আসাদুল ইসলাম (৫০)।
বুধবার দিবাগত রাত ২টার দিকে ছাগলের মালিক একই পাড়ার হুরমত আলীর ছেলে সাইদুল ইসলামসহ স্থানীয়রা ৩জনকে আটক করেন।
স্থানীয়রা জানান সাইদুল ইসলামের একটি বুধবার রাতে খুঁজে পাচ্ছিলেন না। খােঁজাখুজির এক পর্যায়ে প্রতিবেশী ইছার উদ্দীনের বাড়ির গেটে ছাগল মল দেখতে পান। খাসি ছাগলটি ইছার উদ্দীনের বাড়িতে আছে এমন সন্দেহে ছাগল মালিক সাইদুল ইসলাম প্রতিবেশীদের সহায়তায় ইছার উদ্দীনের বাড়ি তল্লাশি করে ঘরের খাটের নিচ থেকে জবাইকৃত বস্তাবন্দি ছাগলটি উদ্ধার করেন। এসময় ছাগল চুরির সাথে জড়িত ইছার উদ্দীন,একই পাড়ার রহিদুল ও আসাদুলকে স্থানীয় ধৃত করে গণধােলাই শেষে পুলিশের হাতে সােপর্দ করেন।
স্থানীয় তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) কাউছার আলী জােয়ার্দ্দার জানান,ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে গাংনী থানা পুলিশ ছাগল চুরির অভিযোগে ৩ জনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়েছে।
গাংনী থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।