ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
২০২১ সাল কে বিদায় জানিয়ে ২০২২ সাল কে স্বাগতম এর মাধ্যমে, দক্ষিণবঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের ৫৫ তম মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ৩১/১২/২০২১/শুক্রবার, উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজিম ( আনার) এমপি মহোদয়, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আশরাফ আলী পরিচালক ইক্ষু উন্নয়ন ও গবেষক বি এস এফ আই সি ঢাকা, এছাড়াও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুর রহমান খান, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি মোঃ গোলাম রসুল, এবং মিলের বিভিন্ন সেক্টরের অফিসার ও শ্রমিক কর্মচারীদের সমন্বয়ে দোয়া অনুষ্ঠান শেষে মৌসুম আখ মাড়াইয়ের শুভ উদ্বোধনী কার্যক্রম শেষ হয়।