Home » গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজকে দুর্নীতির অভিযোগে সর্বস্তরের মানুষ মানববন্ধন করেন

গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজকে দুর্নীতির অভিযোগে সর্বস্তরের মানুষ মানববন্ধন করেন

কর্তৃক xVS2UqarHx07
152 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজকে দুর্নীতিমুক্ত , জাতীয়করণ, ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার স সড়কের গাংনী বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় জনতা ও হাই স্কুল বাঁচাও আন্দোলন ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফােরামের আহ্বায়ক আল ফারুক বাবুল, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহিদুজ্জামান শিপু,গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ ও গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রাক্তণ ছাত্র আনারুল ইসলাম বাবু মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন।

মানববন্ধনে একাত্মা ঘােষণা করে বক্তব্যে রাখেন স্কুলের প্রাক্তণ ছাত্র ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, স্কুল এন্ড কলেজের প্রাক্তণ ছাত্র মকবুল হোসেন মেঘলা, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু,গাংনী পৌর কৃষকলীগ নেতা আলাল উদ্দীন রিন্টু, সাহারবাটী ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান, ফোরামের সদস্য সচিব রোকুনুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গাংনী উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অতি পুরাতন ঐতিহ্যবাহী গাংনী পাইলট হাই স্কুল এন্ড কলেজ। এই স্কুলটি এখন তার গৌরবের উজ্জ্বল ইতিহাস হারাতে বসেছে। স্কুল এন্ড কলেজের বর্তমান সভাপতি মোশাররফ হোসেন অবৈধভাবে দীর্ঘ ১৫-১৬ বছর যাবত দায়িত্ব পালন করে আসছে। তার ভগ্নিপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনকে নিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করে স্কুলটিকে নিঃ শেষ করে দিয়েছে।

স্কুলের আয়- ব্যয়ের জন্য ব্যাংক হিসাব থাকলেও ব্যাংকে কোন টাকা পয়সা নেই। লক্ষ লক্ষ টাকা টাকার বিনিময়ে ইতোমধ্যে অবৈধভাবে শাখা শিক্ষক হিসাবে ৬০-৬৫ জন শিক্ষক নিয়োগ দিলেও তাদের এমপিওভুক্তি দিতে পারেনি। উক্ত বিদ্যালয়ের লেখাপড়ার মান, সাংস্কৃতিক চর্চা, বিনোদন নেই বললেই চলে। লক্ষ লক্ষ টাকা নিয়ে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে স্কুলের সুনাম নষ্ট করেছে। বিদ্যালয়ের লক্ষ লক্ষ টাকা স্কুলের উন্নয়ন না করে তাদের নিজেদের উন্নয়ন করেছে। শালা-দুলা ভাই মিলে স্কুলটিকে জিম্মি করে বাণিজ্য-কেন্দ্রে পরিণত করেছে। বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ প্রধান শিক্ষক ও সভাপতি কে অবিলম্বে পদত্যাগ করারও আহ্বান জানান মানববন্ধনে ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন