নিজস্ব প্রতিবেদক:
মুজিব বর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা ’ এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে গাংনীতে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ খালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান আওয়ামীলীগ সরকারের অভূতপূর্ব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, উপজেলা সমাজ সেবা অফিস বয়স্ক, স্বামী পরিত্যক্তা, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ভাতাসহ নানাবিধ সেবা দিয়ে যাচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, এমপি মহোদয়ের মনোনীত প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সমাজ সেবা অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার কাজী মো.আবুল মনসুর।
এছাড়া উপস্থিত ছিলেন,রাজনৈতিক নেতৃবৃন্দ,গাংনী দারুচ্ছুন্নাত হাফেজিয়া মাদ্রাসার সুপার হাজী মো. ওয়াছেক আলী, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নাজমুন নাহার , গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ ইউনিয়ন সমাজকমর্ী, বিভিন্ন ইয়াতীম খানার পরিচালক, শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ ও এনজিও কমর্ীবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে সহায়তার নগদ টাকা , প্রতিবন্ধী সুবর্ণ কার্ড ও ইয়াতিমদেও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।