আজকের মেহেরপুর ডেস্ক:
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে স্বপ্নের ঠিকানা পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষ। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে সারা দেশে বিভিন্ন খাস জমিতে তাদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ওই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের বিভিন্ন গ্রামের অসহায় মানুষদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন।
এসময় আসাদুজ্জামান রিপন নির্দিষ্ট সময়ে ঘর নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সায়ীদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম এসময় সেখানে উপস্থিত ছিলেন।