নিজস্ব প্রতিবেদক:
গাংনী উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক আজিজুল হক আর নেই। শিক্ষার কারিগর,শিক্ষার বাতিঘর, শিক্ষার আলোকবর্ত্তিকা ,শিক্ষানুরাগী, শিক্ষা গুরু আমাদের সবার শ্রদ্ধাভাজন প্রিয় স্যার আজিজুল হক (৯৫) সোমবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের প্রাথমিক স্কুল মাঠে পারিবারিক কবর স্থানে জানাযা শেষে দাফন করা হয়েছে। আজিজুল হক স্যার মরহুম আব্দুল হালিমের ছেলে। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে গাংনী উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার শিক্ষক শিক্ষার্থীরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। উপজেলা শিক্ষা পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। মৃত্যুকালে তিনি সন্তান সন্ততিসহ হাজার হাজার গুণগ্রাহী রেখে গেছেন।