নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রতিরোধে টিকা দেওয়ার ক্ষেত্রে প্রথম ডোজের চেয়ে দ্বিতীয় ডোজে সারা দেশের মধ্যে মেহেরপুর জেলা এখন পর্যন্ত এগিয়ে রয়েছে।
মেহেরপুর জেলায় এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহণ করেছে ৫৭ ভাগ মানুষ। এবং দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছে ৪৪ ভাগ মানুষ।
মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা দান শুরু হওয়ার পর থেকে মেহেরপুর জেলায় ৭ লক্ষ ৮৯ হাজার ৩৯৫ জনকে টিকা দেওয়া হয়েছে।(শিক্ষার্থীসহ) মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, টিকা দেওয়ার শুরু থেকে এখন পর্যন্ত ৪ লক্ষ ২২ হাজার ৫৬১ জন অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন।
এখন পর্যন্ত ৭ লক্ষ ৮৯ হাজার ৩৯৫ জন টিকা গ্রহণ করেছেন। (শিক্ষার্থী এবং গণ টীকাসহ) এর মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৪ লক্ষ ৪৫ হাজার ১৫৫ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন ৩ লক্ষ ৪২ হাজার ৬১৮ জন এবং তৃতীয় ডোজের (বুস্টার) টিকা গ্রহণ করেছেন ১ হাজার ৬২২ জন। মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান প্রথম ডোজের টিকা নেওয়ার ক্ষেত্রে দেশের অন্য জেলার তুলনায় সামান্য পিছিয়ে থাকলেও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করায মেহেরপুর জেলা সারা দেশের মধ্যে প্রথম দিকে এগিয়ে রয়েছে।