নিজস্ব প্রতিবেদক:
মোটর সাইকেলে হাত দেওয়ার অপরাধে বাসায় ধরে নিয়ে ইয়াম হুসাইন নামের ৫ শ্রেণীর ছাত্র এক শিশুর উপর নির্যাতনের অভিযোগ। শনিবার বিকেলের দিকে মেহেরপুর শহরের শাহাজী পাড়া এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতিত শিশুর ইয়াম হুসাইনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় হয়েছে।
শিশুর ইয়াম হুসাইন শাহাজী পাড়ার মোখলেছুর রহমানের ছেলে। নির্যাতনকারীর যুবক একই এলাকার কথিত শিল্পপতি হাবিবুর রহমানের ছেলে রূপম ও তার স্ত্রী হাসি খাতুন।
জানা গেছে শনিবার বিকেলের দিকে শহরের শাহাজী পাড়ার মোখলেসুর রহমানের ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণীর ছাত্র ইয়াম হুসাইন তার বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় সেখানে রাখা হাবিবুর রহমানের মোটর সাইকেলে হাত দিলে হাবিবুরের ছেলে রুপম তাকে ধরে তাদের বাসায় নিয়ে ছেলে ও মা হাসি খাতুন শিশু ইয়াম হুসাইনের উপর নির্যাতন করে। নির্যাতনের সময় শিশুটি চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিয়ে যায়।
নির্যাতিত শিশুর পিতা মোখলেসুর রহমান বলেন, আমার ছেলে খেলাধুলা করছিল। এ সময় তাদের রাখা গাড়িতে হাত দিলে আমার ছেলেকে উপরে তুলে নিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।