Home » মুজিবনগরে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এন এটি-পি প্রকল্পের আওতায় ভ্যাকসিন ও কৃমিনাশক ঔষধ প্রদান

মুজিবনগরে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এন এটি-পি প্রকল্পের আওতায় ভ্যাকসিন ও কৃমিনাশক ঔষধ প্রদান

কর্তৃক xVS2UqarHx07
236 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,মুজিব নগর এর উদ্দোগে এন এ টি পি প্রকল্পের আওতায় । গতকাল সকাল ৭ টার সময় মোনাখালী ও বিদ্যাধরপুর গ্রামে সি আই জি সদস্য ও নন সি আই জি সদস্যের মাঝে ফ্রি ভ্যাকসিন ও কৃমিনাশক প্রদান ক্যাম্পইন পরিদর্শন করেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা – কৃষিবিদ সাইদুর রহমান- এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসার
ডাঃ কাজী নজরুল ইসলাম, অফিসের মাঠ পর্যায় কর্মচারীরা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেনl মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান খামারিদের উদ্দেশ্যে বলেন মেহেরপুর জেলায় তিন উপজেলায় একযোগে ভ্যাকসিন ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো শুরু হয়েছে -গবাদিপশু ও হাসমুরগীর রোগব্যাধী যাতে আক্রান্ত না করে। মৃত্যুহার কমে,পালনকারীও জনসাধারণ আর্থিকবাবে লাভবান হয়। সরকারের সহযোগিতায় -মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিস খামারিদের পাশে থাকবে এবং সকল পরামর্শ দিয়ে থাকেন ও আগামীতে গরু -ছাগল- ভেড়া খামারিদের পরামর্শ ও সহযোগিতা করবেন এতে করে খামারিরা আর্থিক লাভবান সেই সাথে সাথে বেকারত্ব দূর হবে বলে তিনি মনে করেন। মুজিবনগর উপজেলা জয়পুর গ্রামের- গাভী পালন কসরি ইকরামুল- রতনপুর গ্রামের খোকন মন্ডল বলেন মেহেরপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান স্যারের পরামর্শে এখন আমার খামারে গাভী গুলো ভালো আছে- অনেকদিন পর হলেও আমরা ভালো স্যার পেয়েছি– মুজিবনগর উপজেলা মোনাখালী গ্রামের গরু মোটাতাজাকরণ খামারী ইনসান আলী বলেন কৃষিবিদ সাইদুর রহমান স্যার আসার পর থেকেই মেহেরপুর প্রাণিসম্পদ অফিসে ডাক্তারদের ভালো সেবা পাওয়া যাচ্ছে- মুজিবনগর উপজেলা মোনাখালী গ্রামের গাড়ল ভেড়া পালন কারি খামারি ইবাদত আলী বলেন আমার ১১০ টি গাড়ল ভেড়া আছে এই স্যারের পরামর্শে খামারটি পরিচালনা করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান বলেন মেহেরপুর জেলা স্বাধীনতার সত্যিকারের– উর্বর ভূমি মাংসের স্বয়ংসম্পূর্ণ মেহেরপুর দুধ- ডিম -মাংস পর্যাপ্ত এখানে পাওয়া যায়– স্বল্প জনবল নিয়ে আমাদের সেবা মেহেরপুর প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে গাভী পালন কারি ও গরু মোটাতাজাকরণ –ছাগল ভেড়া- খামারে খামারিদের আমাদের সেবা সেবা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন