Home » মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
132 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন ড্রিলসেড মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে সভার শুরুতে সকল পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে কল্যাণ সভা শুরু করা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ কে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। পুলিশ যে দিনরাত ২৪ ঘন্টা পরিশ্রম করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে সেটা সাধারণ মানুষকে উপলব্ধি করাতে হবে।

পুলিশ সুপার বলেন, মানুষ থানায় আসে খুব বিপদে পড়ে। তাই থানায় সেবা নিতে আসলে প্রত্যেক মানুষকে কোন রকম হয়রানি ছাড়াই সেবা দিতে হবে। পুলিশ যে জনগণের বন্ধু সেটা আপনাদের (পুলিশের) আচার-ব্যবহার ও কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমেই জনগণের বিশ্বাস অর্জন করতে হবে।

এছাড়াও কল্যাণ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সরোয়ার প্রমূখ। পরে পুলিশে বিভিন্ন সময়ে মাদকদ্রব্য উদ্ধারসহ আসামি গ্রেপ্তারে ভূমিকা রাখায় পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন