Home » গাংনীতে দােকান কর্মচারীকে অপহরণের চেষ্টা

গাংনীতে দােকান কর্মচারীকে অপহরণের চেষ্টা

কর্তৃক xVS2UqarHx07
234 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে পারভেজ হােসেন (১৩) নামের এক দােকান কর্মচারীকে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়েছে অপহরণকারীরা। অপহরণের হাত থেকে ফিরে আসা পারভেজ মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের ফারুক হােসেনের ছেলে। ফারুক হােসেন বর্তমান গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের আজান গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন।

শনিবার (১৫ জানুয়ারী -২০২২) দিবাগত রাত ৮টার দিকে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে পারভেজকে অপহরণের চেষ্টা করে।

স্থানীয়রা জানান পারভেজ গাংনী শহরের কাজল বস্ত্রালয়ে কর্মচারি হিসাবে কাজ করে আসছিল। পারভেজ অন্যান্য রাতের মতাে শনিবার সন্ধ্যারাতে দােকান থেকে বাড়ি যাওয়া উদ্দেশ্যে গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন বড় মসজিদ এলাকায় অবস্থান করছিল।

এসময় একটি মােটরসাইকেলযােগে ২জন অপহরণকারী তাকে মােটরসাইকেলে তুলে নিয়ে মুখে রুমাল দিয়ে গাংনী ঝিনেরপুল এলাকার বাঁশবাড়িয়া কলােনীপাড়া রাস্তা দিয়ে অপহরণ করার চেষ্টা করে। এসময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি টের পেয়ে অপহরণকারীদের ধাওয়া করলে,পারভেজকে ফেলে পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

এ ঘটনায় পারভেজ হােসেনের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করে।

গাংনী থানা পুলিশের এসআই শাহিন জানান,খবর পেয়ে পুলিশী তৎপরতায় ও স্থানীয়দের সহায়তায় পারভেজকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারীদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন