আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি সিনিয়র শিক্ষক শেখ শফিকুল আলম এর কর্ম দিবস শেষ বিদায় অনুষ্ঠিত হয়l গতকাল বেলা ১০ টার সময় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব হলরুমে- অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী- বক্তব্য রাখেন বিদায় -সিনিয়ার শিক্ষক শেখ শফিকুল আলম- আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাছান মাহমুদ (পরাগ)- সহকারি সিনিয়র শিক্ষক মইনুদ্দিন– -শ্রী স্বপন কুমার হালদার-আনারুল ইসলাম– ফয়জুল কবির- শরিফুজ্জামান– রাসেল আহমেদ– সাজেদুর রহমান– রফিকুজ্জামান– মাহাফুজ আলম– শাহনাজ পারভীন প্রমূখ অনুষ্ঠান পরিচালনা করেন থানদার আতিকুর রহমান- সাংবাদিক -অভিভাবক সুধী মহল সহ স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন- সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় ।