নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ লক্ষে অধিগৃহীত জমির ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারীর পরিচালক শাহিনুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য্য প্রমূখ। পরে ১২ জনের মধ্যে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।