Home » আমঝুপিতে পুরাতন স্বাস্হ্য সতর্কতা সম্বলিত পূর্বানী সিগারেট জব্দ করা হয়েছে

আমঝুপিতে পুরাতন স্বাস্হ্য সতর্কতা সম্বলিত পূর্বানী সিগারেট জব্দ করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
202 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার চাঁদবিল বাজারে পরিদর্শন করে পুরাতন স্বাস্হ্য সতর্কতা সম্বলিত পূর্বানী সিগারেট জব্দ করা হয়েছে।বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।

সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫, ধারা ১০ ও বিধিমালা ২০১৫ এর ৯এর১(ঙ) মতে এসব মেয়াদবিহীন, সিগারেট জব্দ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন