Home » মেহেরপুর আমঝুপিতে নিহত আবুল বাসারের দাফন সম্পন্ন, ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মেহেরপুর আমঝুপিতে নিহত আবুল বাসারের দাফন সম্পন্ন, ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কর্তৃক xVS2UqarHx07
182 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে নিহত আবুল বাসারের দাফন সম্পন্ন, ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা। বৃহস্পতিবার দুপুরের দিকে ময়নাতদন্ত শেষে নিজ গ্রাম আমঝুপিতে দাফন সম্পন্ন হয়।

এদিকে নিহত আবুল বাশারকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার দুপুরের দিকে ৯ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত আবুল বাশার মোল্লার ছেলে সালাউদ্দিন বাদী হয়ে ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ ধারায় মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে স্পিড এনার্জি ড্রিংকস কোম্পানির এসআর রনি, দিঘির পাড়া গ্রামের খোকনের ছেলে শামীম, ঘাটপাড়ার জামিরুল ছেলে আমিন,দিঘীরপাড়ার আক্তার আলীর ছেলে সাগর, গোপালপুরের হাতেম আলীর ছেলে মোহন, শফিকুলের ছেলে বিজন, দিঘিরপাড়া রাহাত আলী মন্ডল এর ছেলে আমিরুল ইসলাম,জহির আলীর ছেলে পাভেল,আলম শেখের ছেলে আদম আলী সহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৩০। তাং ২৭/১/২০২২।

উল্লেখ্য বুধবার দুপুরের দিকে সদর উপজেলার আমঝুপি গ্রামের আবুল বাসারের ছেলে সালাউদ্দীন তার মুদি দােকানের সামনের সড়কে দুর্ঘটনা এড়াতে মাটি-বালি দিয়ে গতিরােধক করেন। এসময় একটি কােমল পানীয় কােম্পানীর এসআর ও মেহেরপুর পল্লী বিদ্যুত অফিসের কর্মচারীরা ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় গতিরােধক দেয়াকে কেন্দ্র করে সালাউদ্দীনের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের গাড়ীতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে। আবুল বাসার তার ছেলেকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসলে,তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় স্থানীয়রা আহত বাসারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন