Home » মেহেরপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মুজিবনগর উপজেলার অভিযান চালিয়ে রাসায়নিক ও রংমিস্রিত ভেজাল চেরি ফল জব্দ

মেহেরপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মুজিবনগর উপজেলার অভিযান চালিয়ে রাসায়নিক ও রংমিস্রিত ভেজাল চেরি ফল জব্দ

কর্তৃক xVS2UqarHx07
191 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর কেদারগন্জ বাজারে অভিযান চালিয়ে রাসায়নিক ও রংমিস্রিত ভেজাল চেরি ফল জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে কেদারগঞ্জ বাজার এলাকায় মোশারেফ,জাকির,সজলও শাকিলের ফলের দোকান তল্লাশি করে রাসায়নিক, ও রংমিস্রিত ভেজাল করমচা জব্দ করা হয়।অসাধু ব্যবসায়ীরা করমচাকে চেরি ফল হিসেবে বিক্রি করে আসছিল।

০ মন্তব্য

You may also like

মতামত দিন