Home » মেহেরপুরে জেলা গতৎষ ২৪ ঘন্টা নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন

মেহেরপুরে জেলা গতৎষ ২৪ ঘন্টা নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন

কর্তৃক xVS2UqarHx07
254 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে। এছাড়াও জেলায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট মুত্যু সংখ্যা ১৮৪ জন।

বৃহস্পতিবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী এ সব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, মেহেরপুরে ৬০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় ৪ জন, গাংনী উপজেলায় ৪ জন এবং মুজিবনগর উপজেলায় ২ জন রয়েছে। মেহেরপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে ১৭৫ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৬৬ জন, গাংনী উপজেলায় ৫৬ জন ও মুজিবনগর উপজেলায় ৫৪ জন।

সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী আরো জানান, জেলায় এখনও পর্যন্ত ৪ হাজার ৮৫০ জন সুস্থ হয়েছেন।

মেহেরপুর জেলায় এযাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ৬৭ হাজার ৩৮৭ ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ৫২ হাজার ৭২৭ ও মহিলা-৫ লক্ষ ১৪ হাজার ৬৬০ ডোজ। এর মধ্যে ১ম ডোজ-৫ লক্ষ ১৮ হাজার ৮৬১ ও ২য় ডোজ-৪ লক্ষ ৩৬ হাজার ২৬৬ এবং ৩য় ডোজ-১২ হাজার ২৬০।

০ মন্তব্য

You may also like

মতামত দিন