Home » গাংনী-হাটবোয়ালীয়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ​এক শিশু মারাত্বক আহত

গাংনী-হাটবোয়ালীয়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ​এক শিশু মারাত্বক আহত

কর্তৃক xVS2UqarHx07
152 ভিউজ

গাংনী অফিস:

গাংনী-হাটবোয়ালীয়া সড়কের ইকুড়ি নাম স্থানে মোটরসাইকেলের ধাক্কায় তাসলিমা খাতুন (৮) নামের এক শিশু মারাত্বক আহত হয়েছে।

আহত তাসলিমা খাতুন ইকুড়ি গ্রামের বজলুর রহমানের মেয়ে। আজ সোমবার (২১ ফেব্রুয়ারী) বিকাল পৌণে চারটার সময় তার মা পারভীনা খাতুনের সাথে রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয় তাসলিমা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে নিয়ে আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেকের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সামসুল আরেফিন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন শিশুটি।

তাসলিমার মামা আশিকুজ্জামানন জানান, তাসলিমা খাতুনের এখন অবস্থা ভালো। বাড়িতে এনে ওষধ খাওয়ানো হচ্ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন