ভ্রাম্যমান প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সড়কে ট্রাক্টরের ধাক্কায় ভনা নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ফেব্রুয়ারি-২২) বিকালের দিকে এ ঘটনা ঘটে। ভনা মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাড়িবাঁকা গুচ্ছগ্রামের রেজাউল হকের ছেলে।
জানা গেছে, ঘটনার সময় ভনা মেহেরপুর সদর উপজেলা যাদবপুর গ্রামে ইটভাটায় কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়িবাঁকার কাছাকাছি বিপরীদ দিক থেকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ভনা মৃত্যুবরণ করেন।ভনার স্ত্রী ও ২ ছেলে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই সড়কের দু’পাশে সংস্কারের কাজ চলার কারণে সড়কটি শরু হয়ে পড়েছে । এরপরেও ট্রাক্টর চালক দ্রুতগতিতে মেহেরপুরের দিকে আসছিল। পথিমধ্যে সাইকেল চালক ভনা কে ধাক্কা মেরে চাকার সাথে বেশ কিছুটা পথ তাকে টেনে নিয়ে আসে। তার মাথার নিচের অংশে থেঁতলে প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিস্তরিত আসছে…..