Home » গাংনী উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘরে পরপুরুষ অনৈতিক কাজের অভিযােগে রশি দিয়ে বেঁধে রাতভর নির্যাতন

গাংনী উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘরে পরপুরুষ অনৈতিক কাজের অভিযােগে রশি দিয়ে বেঁধে রাতভর নির্যাতন

কর্তৃক xVS2UqarHx07
346 ভিউজ

বামন্দী প্রতিনিধি মোঃ শাহআলমঃ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে অনৈতিক কাজের অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও প্রতিবেশীকে ঘরে আটক রেখে রশি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে প্রবাসী স্ত্রীর ঘরে নির্যাতনের ঘটনা ঘটে। এসময় রাতভর তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা। অন্যদিকে প্রবাসীর স্ত্রী ও প্রতিবেশীকে অনৈতিক কাজের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানায় স্থানীয় কিছু লোক।

জানা যায়, ওই নারীর স্বামী বেশ কয়েক বছর যাবত কর্মের সুবাদে সৌদি আরবে রয়েছেন। এ সুযোগে হাড়াভাঙ্গা গ্রামের ৫ সন্তানের জনক ওই ব্যবসায়ী প্রবাসীর স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে তোলে বলে কয়েকজন জানান। তাদের মাঝে অবৈধ শারীরিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে প্রতিবেশীরা। আপত্তিকর অবস্থায় তাদেরকে হাতেনাতে ধরার পরিকল্পনা করে আশেপাশের লোকজন। সে মোতাবেক শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে প্রবাসীর ওই স্ত্রীর ঘরে যায় ব্যবসায়ী।

এসময় স্থানীয় লোকজন তাদেরকে ঘরের মধ্যেই আটকে রশি দিয়ে বেঁধে রাখেন। বিষয়টি নিরসনের জন্য রাতে টাকার বিনিময়ে দেনদরবার হতে গিয়ে তা বন্ধ হয়ে যায়।রবিবার সকালে উভয় পক্ষের লোকজন সালিস বৈঠক করেন । বিষয়টি নিয়ে ওই গৃহবধূ জানান,ঘরে বিদ্যুত লাইনের কাজ করার জন্য আমি প্রতিবেশীকে ডাকছিলাম। এসময় স্থানীয় কিছু লোকজন আমার ঘরে ঢুকে বিদ্যুতের কাজ করতে আসা প্রতিবেশীকে মারধর করে। সেই সাথে আমাকেও মারধর করে। এবং দু’জনকে ঘরে আটকিয়ে রশি দিয়ে বেঁধে রাখে। জরুরী প্রয়োজনে ল্যাট্রিনে যেতে দেয়া হয়নি।

এদিকে স্থানীয় ইউপি সদস্য মহিবুল ইসলাম জানান, উভয় পক্ষের লোকজন তাদের ব্যাপারে একমত না হতে পারায় বৈঠক স্থগিত করে তাদের নিজেদের লোকজনের কাছে জিম্মায় দেয়া হয়েছে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করলে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন