আজকের মেহেরপুর ডেস্ক:
মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভােটাধিকার ” এ শ্লােগানকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে যথাযােগ্য মর্যাদায় জাতীয় ভােটাধিকার দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে গাংনী উপজেলা নির্বাচন অফিসের উদ্যােগে উপজেলা শহরের প্রধান-প্রধান সড়কে একটি র্যালি প্রদক্ষিণ করে। র্যালীতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী। এসময় বক্তব্য রাখেন গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা। এমময় উপস্থিতি ছিলেন ছাত্রলীগ নেতা হাসিবসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।