নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ, উপজেলা মুক্তিযােদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী,উপজেলা মুক্তিযােদ্ধা শহীদ স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ইয়াসিন রেজা,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা।
এমময় উপস্থিতি ছিলেন ছাত্রলীগ নেতা হাসিবসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।