Home » আইপিএলে ২০০ কোটি রুপিদাম উঠত আফ্রিদির

আইপিএলে ২০০ কোটি রুপিদাম উঠত আফ্রিদির

কর্তৃক ajkermeherpur
283 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্কঃ আইপিএল-এ ২০০ কোটি রুপিদাম উঠত আফ্রিদির পাকিস্তানি ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার রাস্তা বন্ধ করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

পাক তারকাদের আইপিএলে খেলার সুযোগ না মিললেও প্রশ্ন উঠেছে বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে।

এই পাকিস্তানি পেসারের নাম যদি এবারের আইপিএলের মেগা নিলামে উঠত, তবে তার মূল্য কত হতো? এমন প্রশ্নের জবাবে অদ্ভুত এক দাবি করে বসলেন পাকিস্তানি সাংবাদিক ইহতিশাম-উল হক। তিনি জানালেন, নিলামে আফ্রিদির দাম উঠত ২০০ কোটি রুপি!

নিলামের পর সম্প্রতি নিজের টুইটারে এমন কথা লেখেন ইহতিশাম, যা নিয়ে হাস্যরসে মেতেছেন ভারতীয়রা। কারণ আইপিএলে গোটা একটি দল গড়তে একটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ ৯০ কোটি রুপি খরচ করে, যেখানে এক আফ্রিদিকে কিনতেই ২০০ কোটি! টুর্নামেন্টের নিয়মানুযায়ী, ৯০ কোটিই স্যালারি পার্স। এর মধ্যে অন্তত ১৮ জন ক্রিকেটারকে দলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আফ্রিদিকে অবশ্যই চড়ামূল্যে নিতে চাইত যে কোনো দল। তা এখন পর্যন্ত নিলামে সর্বোচ্চ দাম ১৭ কোটিও হতে পারত। তাই ২০০ কোটি রুপির বক্তব্যটি এটি একেবারেই অযৌক্তিক। ইহতিশামের এমন অযৌক্তিক টুইটের প্রতিক্রিয়ায় মজার সব রিটুইট করছেন ভারতীয়রা।

রঞ্জন নামে একজন লিখেছেন— ‘বলছেন কী ভাই! ২০০ কোটিতে তো পুরো পাকিস্তানের নিলাম হয়ে যাবে।’ পাক সাংবাদিককে প্রিন্স জি প্রশ্ন করেছেন, ২০০ কোটিতে কতগুলো শূন্য বসে, কোনো ধারণা আছে আপনার?

নিচে সে টপার নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে—তা হলে ভালো হবে শাহিন আফ্রিদিকে বিশ্বব্যাংকের হাতে দিয়ে দিন এবং আপনার দেশের দেনা শোধ করে দিন।

সূত্র :যুগান্তর

০ মন্তব্য

You may also like

মতামত দিন