Home » আজকের মেহেরপুর’র ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে সম্পাদক ও প্রকাশকের শুভেচ্ছা

আজকের মেহেরপুর’র ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে সম্পাদক ও প্রকাশকের শুভেচ্ছা

কর্তৃক ajkermeherpur
394 ভিউজ

 “আজকের মেহেরপুর’র ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে সম্পাদক ও প্রকাশকের শুভেচ্ছা “

প্রেস বিজ্ঞপ্তি:মেহেরপুর জেলা থেকে প্রকাশিত ও সম্পাদিত জনপ্রিয় অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল। সত্য ও ন্যায়ের সন্ধানে…”আজকের মেহেরপুর”এর “৩য় বর্ষপূর্তি” উপলক্ষ্যে পোর্টালের সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদক, সকল পর্যায়ের প্রতিনিধিগণসহ কলা-কৌশলীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সঠিক তথ্য নির্ভর সংবাদ প্রকাশে জনগণের বিশ্বাস নির্ভর হিসাবে “আজকের মেহেরপুর” জনগণের হৃদয়ের গভীরে স্থান গেড়ে নিতে সক্ষম অর্জন করেছে। নিউজ পোর্টালের উন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, পরিবেশন, সংবাদ প্রকাশের মূল্যায়ন, নিউজ পোর্টালটিকে আরোও জনগণ বিশ্বস্ত শক্তিশালী বেগবান করে তুলবে। জনগণের আন্তরিক ভালোবাসার কারণে সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় সত্য ও ন্যায়ের সন্ধানে- স্লোগানটি বুকে ধারণ করে “আজকের মেহেরপুর” অনলাইন নিউজ পোর্টালটি ১২আগস্ট-২২খ্রি. ৩য় বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই।

শুভ কামনায়-
মোঃ সেলিম রেজা
প্রকাশক ও সম্পাদক
“আজকের মেহেরপুর”।

০ মন্তব্য

You may also like

মতামত দিন