আমঝুপি অফিস:
আমঝুপি খোকসা মাঠ থেকে পাখি ভ্যান ছিনতাই ।
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে খোকসা আজানের মাঠ থেকে পাখি ভ্যান ছিনতাই করা হয়েছে । আজ সন্ধ্যা সাড়ে সাতটার সময় আজান গ্রাম থেকে খোকসা রাস্তা দিয়ে আমঝুপি চাঁদবিলে ফেরার পথে এই ছিনতায়ের কবলে পড়েন। গাংনী উপজেলা ধানখোলা ইউনিয়নের আজান গ্রামের সাদেক আলী ছেলে ভ্যান চালক মোহাম্মদ অন্তর আলী বলেন দাদাকে আমার নিজের পাখি ভ্যানে করে আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে নিয়ে যাচ্ছিলাম পথের মধ্যে ৮ / ১০ জন দেশি অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা আমার পাখি ভ্যানের সামনে এসে দাঁড়ায়। অস্ত্র মুখে জিম্মি করে মাঠের মধ্যে গাছের সাথে বেঁধে রাখে। অনেক কষ্ট করে বাঁধন খুলে আমার দাদা হাত খুলে মাঠে মাঠে আজানে গ্রামে পৌঁছায়। এই খবর আজান গ্রামে পৌঁছালে গ্রামের লোকজন ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করে সন্ত্রাসীদের পাওয়া যায়নি। এ বিষয়ে মেহেরপুর গাংনী থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীরা।