Home » আমঝুপি গন্ধরাজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত ও পুরস্কার বিতরণ

আমঝুপি গন্ধরাজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত ও পুরস্কার বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
175 ভিউজ

আমঝুপি অফিস:

সুবর্ণ জয়ন্তি ও মুজিববর্ষে র বিজয় র‌্যলী ও শপথ অনুষ্ঠানেনে – আমঝুপি গন্ধরাজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিথি ছিলেন আশরাফুল ইসলাম (সাবেক অধ্যক্ষ) সরকারি মুজিবনগর ডিগ্রী কলেজ-অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএমসি
সভাপতি কসরকারি মুজিবনগর ডিগ্রী কলেজের প্রভাষক জাহির হোসেন( চঞ্চল) এসএমসির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন-পি টিএয় সভাপতি “আজকের মেহেরপুর” প্রধান সম্পাদক সাংবাদিক আকতারুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তির ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ও দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্র অংকন সাংস্কৃতিক অনুষ্ঠান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়l

০ মন্তব্য

You may also like

মতামত দিন