আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার থেকে একটি অটো রিকশা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার আমঝুপি বাজারে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোর মালিক আমঝুপি হাটপাড়ার ফজল আলী জানায়, আমঝুপি বাজারে প্রধান সড়কের উপর লাল রং এর আমার অটো রেখে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর সাথে কথা বলে আনুমানিক ১০ মিনিট পর অটোর কাছে ফিরে এসে দেখি অটোটি নেই। পরে অনেক খুঁজাখুজির করে আর অটো সন্ধান পাওয়া যায়নি।