Home » আমঝুপি বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে গ্রাহক সমাবেশ ও গণশুনানি

আমঝুপি বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে গ্রাহক সমাবেশ ও গণশুনানি

কর্তৃক xVS2UqarHx07
166 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে আমঝুপি বালক প্রাথমিক বিদ্যালয় হলরুমে গ্রাহক সমাবেশ ও গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯/০৯/২০২১) বেলা ৪টার সময় মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির উদ্যোগে গ্রাহক সমাবেশ ও গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রী জতিন মল্লিক (ডিজিএম) মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বজলুলুর রহমান মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি (এমএসসি ), অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও আমঝুপি ইউনিয়ান আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান। ওয়্যারিং পরিদর্শক এ কে আজাদ, প্রধান অথিতি মহোদয় গ্রাহকের সমস্যা কথা শুনেন এবং সমাধান করে দেন। আমঝুপি শেখপাড়া ইসলাম আলীর বাসায় গিয়ে মিটারের সমস্যা আছে কিনা দেখার জন্য সরেজমিনে পরিদর্শন করেন (ডিজিএম)। সমাধান পেয়ে অনেক গ্রাহকরা স্বস্তিতে বাসায় ফিরে জান।
সচেতন মহল মনে করেন, মাঝে মধ্যে গণশুনানি অনুষ্ঠান করার প্রয়োজন তাহলে পল্লী বিদ্যুতের স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে তারা মনে করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন