Home » আমঝুপি মুকুল ফাউন্ডেশনের উদ্যোগ এম এ জেড গ্রুপের অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আমঝুপি মুকুল ফাউন্ডেশনের উদ্যোগ এম এ জেড গ্রুপের অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
168 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুরে অসহায় হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে অরাজনৈতিক, অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মুকুল ফাউন্ডেশন” এর পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি), সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শেখপাড়াতে মুকুল ফাউন্ডেশনের নিজস্ব ভবন থেকে এলাকার শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন বিশিষ্ট শিল্পপতি ও মুকুল ফাউন্ডেশনের পরিচালক শাহমিজ বকুলের পিতা বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম।

শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে এলাকার বিশিষ্ট ব্যক্তি মতিউল আশরাফ, আক্তার হোসেনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বোরহান উদ্দিন আহমেদ বলেন, আমরা প্রত্যেকে যে যার স্থান থেকে অসহায়, গরীব এবং সমাজের অবহেলিত মানুষের পাশে সামর্থমত দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানাই। তিনি আরও বলেন, মুকুল ফাউন্ডেশন পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ বিভিন্ন সময়ে এলাকার অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করে থাকে। এই শীতের প্রায় শেষের দিকেও তাদের সামর্থ অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় গরীব ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। মুকুল ফাউন্ডেশন বিগত দিনগুলোতে অসহায় মানুষের পাশে ছিলো এখনও আছে আর ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। আগামী দিনগুলোতেও তাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে।

এদিকে অসহায় শীতার্ত মানুষ কম্বল পেয়ে মুকুল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে এম এ জেড (মায়শা- আয়শা- জায়ান) গ্রুপের অর্থায়নে এলাকার প্রায় ১ হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন