Home » আমঝুপি রাজনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মধ্যবয়সী নারী মারাত্মক যখম

আমঝুপি রাজনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক মধ্যবয়সী নারী মারাত্মক যখম

কর্তৃক xVS2UqarHx07
122 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার রাজনগর বেলেপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফাতেমা খাতুন (৫৫) নামের এক মধ্যবয়সী নারী মারাত্মক যখম হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলের চালক ও আরোহী।

সোমবার সন্ধ্যা ৬ টায় রাজনগর বেলেপাড়া মসজিদের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায়, ফাতেমা খাতুন নিজ বাড়ী মোল্লাপাড়া থেকে বেলেপাড়ায় আসার পথে মসজিদের কাছে পৌছুলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল সজোরে মুখোমুখি ধাক্কা দেয়। রাস্তার উপর ছিটকে পড়ে ফাতেমা খাতুন রক্তাক্ত জখম হয় এবং তার বাম পায়ের হাড় ভেঙে গেছে বলে জানা যায়। অপর দিকে মোটরসাইকেল চালকও আরোহী ছিটকে পড়ে যখম হয়েছে।

স্হানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা তাদেরকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ফাতেমা খাতুন রাজনগর মোল্লা পাড়ার মিষ্টি ব্যবসায়ী আরজ আলীর স্ত্রী।

০ মন্তব্য

You may also like

মতামত দিন