Home » আমঝুপিতে পাখি ভ্যানচালক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

আমঝুপিতে পাখি ভ্যানচালক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

কর্তৃক xVS2UqarHx07
163 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়ক আমঝুপিতে পাখি ভ্যানচালক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত । এতে গুরুতর আহত পাখি ভ্যানচালক ও ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সড়ক আমঝুপির ফাঁকা রাস্তায় এই ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল আরোহী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মোঃ বাদলের ছেলে মোঃ সম্রাট আলী (২৭) ও অপর জন যশোর জেলার কেশবপুরের মোঃ আব্দুল হক মোল্লার ছেলে মোঃ রাশেদুল ইসলাম (২৮) এবং পাখি ভ্যানচালক মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের বরশিবাড়িয়ার মোঃ রমজান আলীর ছেলে মোঃ সজল (৪০)। আহত মোটরসাইকেল আরোহী দুজনেই আমঝুপি ব্রাক এনজিও চাকরি করে।

প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, পাখিভ্যান চালক আমঝুপির দিকে আসার পথে ও মোটরসাইকেল আরোহী দুইজন বাড়াদীর দিকে যাবার পথে মেহেরপুর – চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি ফাঁকা রাস্তায় পৌঁছালে মুখোমুখি এ সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন, বর্তমানে ভিকটিমদ্বয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন