Home » আমঝুপিতে মেহেরপুর জামায়াতে ইসলামী সাবেক জেলা নায়েবের আমীর ইন্তেকাল করেছেন।

আমঝুপিতে মেহেরপুর জামায়াতে ইসলামী সাবেক জেলা নায়েবের আমীর ইন্তেকাল করেছেন।

কর্তৃক xVS2UqarHx07
68 ভিউজ

আমঝুপি অফিস:

 

আমঝুপিতে মেহেরপুর জামায়াতে ইসলামী সাবেক জেলা নায়েবের আমীর মৃত্যুবরণ । মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা নায়েবে আমীর সিরাজুল ইসলাম(ছোট সিরাজ) আজ ভোর চার ঘটিকার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ বাদ আসর আমঝুপি আলিম মাদরাসা মাঠে অনষ্ঠিত হবে । তার পৈত্রিক বাড়ি আমঝপি গন্ধরাজপুর পাড়া,(আমঝুপি উত্তরপাড়া) বর্তমান বাড়ি আমঝুপি জোয়াদ্দার পাড়া এবং শেখপাড়া তার নিজেস্ব বাসা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন