আমঝুপি অফিস:
সড়ক দুর্ঘটনা আজকালের স্বাভাবিক খবর হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আমাদের কানে চলে আসে। আহত বা মৃত্যু অনিবার্য। কেউ তা থামাতে পারবে না। তবে সড়ক দুর্ঘটনায় আহত বা মৃত্যু মেনে নেওয়া কঠিন। প্রতিদিই দুর্ঘটনার শিকার হয়ে আহত বা নিহত হচ্ছে মানুষ।
আবারো মেহেরপুরের আমঝুপিতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে মেহেরপুর ডাচ-বাংলা ব্যাংকের কর্মচারী শাওন মোল্লা আহত । তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শাওন মোল্লা মেহেরপুর শহরের বাগান পাড়া এলাকার ইয়াসিন মোল্লার ছেলে।
জানাগেছে মেহেরপুর ডাচ-বাংলা ব্যাংকের কর্মচারী শাওন মোল্লা মটরসাইকেল যোগে আমঝুপি থেকে মেহেরপুর আসার পথে আমঝুপি হাটের রাস্তার কাছে পৌঁছালে বিপরীতগামী একটি পাখি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সে আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এর আগে আমঝুপি পিরোজপুর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ শফিকুল (৩৫),ও রাশেদ (১৭) নামের দুই ব্যক্তি আহত হয়েছে। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।