আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রায় ১ যুগ পর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন । আগামী ১৬ই মার্চ আমদহ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার বিকালে নির্বাচন কমিশনার এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। ২০ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছায়ের শেষ তারিখ। ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ। এবং ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালীউল্লাহ জানান, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০১১ সালের ৯ জুন আমদাহ ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং ২০১৬ সালের ২৭ জুলাই নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হয়। পরবর্তীতে সীমানা নির্ধারণ নিয়ে মামলাদের করার কারণে আমদহ ইউনিয়নের নির্বাচন বন্ধ থাকে। পরে মামলা নিষ্পত্তি হওয়ায় নির্বাচন কমিশন সোমবার আমদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।