Home » আলোচনা সভা ও র‍্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় ভোটার দিবস পালিত

আলোচনা সভা ও র‍্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় ভোটার দিবস পালিত

কর্তৃক xVS2UqarHx07
149 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

আলোচনা সভা ও র‍্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার। এদিকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এর আগে একটি র‍্যালী বের করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে র‍্যালীর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালীত অন্যদের মধ্যে জেলা নির্বাচন অফিসার মোঃ আবু আনছার, উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, উপজেলা নির্বাচন অফিসার কবীর হোসেন প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন