Home » আলোর সন্ধান পেলো দুলি খাতুন জেলা প্রশাসন নজরুল সরকারের কাছে

আলোর সন্ধান পেলো দুলি খাতুন জেলা প্রশাসন নজরুল সরকারের কাছে

কর্তৃক xVS2UqarHx07
183 ভিউজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর কন্যা মোছাঃ দুলি খাতুন এক জন মাদক মামলায় আসামি ছিলো।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন নজরুল ইসলাম সরকার জেলা কারাগারে পরিদর্শনে গেলে মোছাঃ দুলি খাতুন কে প্রথমে দেখেন তিনি
দুগ্ধপোষ্য শিশু কন্যাকে নিয়ে মাদক মামলার আসামী হিসেবে দণ্ডপ্রাপ্ত অবস্থায় কারাগারে অবস্থান করছিলেন।
সৎভাবে সম্মানের সাথে বাঁচার জন্য জেলা প্রশাসন নজরুল ইসলাম সরকার কাছে একটি সেলাই মেশিন চান।

পাঁচটা বছর জেলখানায় কষ্টের জীবন অতিবাহিত করার পরে আলোর পথে যাত্রা শুরু করতে তিনি আজ বদ্ধপরিকর। জেলখানায় কথোপকথনের সূত্র ধরে তিনি
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন নজরুল ইসলাম সরকারে কাছে আসেন, আজ রবিবার ৩ অক্টোবর জেলা প্রশাসন নজরুল ইসলাম সরকার। মোছাঃ দুলি খাতুন একটা সেলাই মেশিন প্রদান করেন।

এর মাধ্যমে হয়তো তিনি ফিরে পাবেন নতুন আলোর সন্ধান।
মোছাঃ দুলি খাতুন জেলা প্রশাসন নজরুল ইসলাম সরকার কাছে
অশ্রুসজল চোখে কথাগুলো বলছিলেন আমি এখন থেকে শান্তিতে ঘুমাবো মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে পাড়া-প্রতিবেশীদের সামনে হাতকড়া পরিয়ে আমাকে থানায় নিয়ে যাবে – এই দুঃস্বপ্ন আমাকে আর তাড়া করবে না। সেলাই মেশিনের চাকার সাথে সাথে ঘুরবে আমার ভাগ্যের চাকা। আমি এবার সম্মানের সাথে বাঁচবো। আল্লাহ আপনার ভাল করুন

এসময় চুয়াডাঙ্গা জেলার মানুষের উদ্দেশ্য করে বলেন। জেলা প্রশাসন নজরুল ইসলাম সরকার জাতির পিতার রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

সে লক্ষ্যেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন নজরুল ইসলাম সরকার সহ সংশ্লিষ্ট বিভাগগুলো।
মাথাভাঙ্গা বিধৌত এই সবুজ শ্যামল চুয়াডাঙ্গার মানুষ মাদকের দাসত্বের কাছে কখনও মাথা নিচু করবে না। আত্মকর্মসংস্থানের মাধ্যমে তারা স্বমহিমায় দেশের অর্থনীতিতে অবদান রাখবে এই প্রত্যাশায় চুয়াডাঙ্গার প্রতিটি মানুষের পাশে দাঁড়াবে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন