ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
ঝিনাইদহে এক ইজিবাইক চালককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সদর উপজেলার চন্ডিপুর গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই যুবকের পরিবারসহ এলাকার শত শত মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, রানার মা রাহিমা বেগম, ফুফা নূর মোহাম্মদ, গান্না ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মীর কামরুজ্জামানসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, গত রোববার রাত সাড়ে ৭টার দিকে চন্ডিপুর বাজারে ৫টি মোটর সাইকেলে ৮/১০ জন লোক এসে ইজিবাইক চালক চন্ডিপুর গ্রামের নূর ইসলাম মীর’র ছেলে রানা মীরকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রানা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা পালিয়ে যায়।