নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের উপ-কর কমিশনার সার্কেল-২১ উদ্যোগে মেহেরপুরের সেরা ৭জন করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর উপ-কর কমিশনারের কার্যালয় আনুষ্ঠানিকভাবে মেহেরপুরের ৭ সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট সনদপত্র প্রদান করা হয়।
উপ-কর কমিশনার মোহাম্মদ ইরানুর রহমানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। পরে কর অঞ্চল খুলনার মেহেরপুর জেলার সেরা করাদতা হিসাবে অজয় সুরেকা, নাদিম ইকবাল,আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গোলাম শহীদ, খালেদ মজিবুল ইসলাম খান, ডাঃ সম্পা দেবী সারদা,সহেল রানাকে সম্মাননা ক্রেস্ট সনদপত্র ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় এ্যাড. সরোয়ার হোসেন সহ কর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।