নিজস্ব প্রতিবেদক:
নজির বিহীন ভোটারদের কম উপস্থিতির মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলা ৮৮ টি কেন্দ্রে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শুরু হয়েছে।
বুধবার সকাল ৮ টায় ভোটদান পর্ব শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি একেবারেই নগণ্য। অধিকাংশ কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট পাওয়া যায়নি। সকাল সাড়ে নটা পর্যন্ত কোন কোন কেন্দ্রে একটি ভোটও পড়েনি।
মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ পোলিং অফিসার এবং বাইরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য এবং আনসার ভিডিপি সদস্যরা বসে অলস সময় কাটাচ্ছেন। মাঝে মধ্যে ২-১ জন ভোটার আসছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। ৮৮ টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রেই প্রার্থীদের কোন এজেন্ট দেখা যায়নি।