Home » কালাচাঁদপুর ভ্রমণ কমিটির ৫ম বার্ষিক আনন্দ ভ্রমণ-২২ এর যাত্রা শুরু

কালাচাঁদপুর ভ্রমণ কমিটির ৫ম বার্ষিক আনন্দ ভ্রমণ-২২ এর যাত্রা শুরু

কর্তৃক ajkermeherpur
525 ভিউজ

“কালাচাঁদপুর ভ্রমণ কমিটির ৫ম বার্ষিক আনন্দ ভ্রমণ-২২,, তিন দিনের যাত্রায় আজ ১ম দিন 

স্টাফ রিপোর্টারঃ কালাচাঁদপুর ভ্রমণ কমিটির
৫ম বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২২, এর যাত্রা শুরু করেছে ভ্রমণ কমিটি এ বছরে ভ্রমণের স্থান নির্ধারণ হয়েছে চট্টগ্রাম-সীতাকুণ্ড।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি-২২ইং) বিকাল সাড়ে ৩টার সময় ৪০জন সদস্য নিয়ে আলসানি পরিবহনে কালাচাঁদপুর থেকে চট্টগ্রাম -সীতাকুণ্ডের উদ্দেশ্য যাত্রা শুরু করা হয়।

কালাচাঁদপুর ভ্রমণ কমিটির প্রতিষ্ঠাতা, পরিকল্পনা ও ব্যবস্থাপক এম. সোহেল রানা জানান- কালাচাঁদপুর ভ্রমণ কমিটির ভ্রমণ করা ব্যবসা নয়, সকল ভ্রমণ পিপাসুদের নিয়ে দেশ ভ্রমণ করাটাই মূল উদ্দেশ্য ও লক্ষ্য। কালাচাঁদপুর ভ্রমণ কমিটির সাথে সম্পৃক্ত ভ্রমণ পিপাসু সদস্যগণদের নিয়ে প্রতি বছর দেশের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সফলতার সাথে ভ্রমণ করে আসছে। প্রতি বছরের ন্যায় এবার “৫ম বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২২” সালের আনন্দ ভ্রমণ পরিকল্পনা-বাস্তবায়ন করা হচ্ছে।

এ বছরে প্রস্তাবিত ও সম্ভাব্য ভ্রমণ স্পট চট্টগ্রামে-সীতাকুণ্ডে। ভ্রমণ স্থানঃ-
১ম দিন: চট্টগ্রাম সীতাকুন্ডের খৈয়াছড়া ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সী বিচ, মহামায়া লেক ইত্যাদি। চট্টগ্রামে কোন এক অভিজাত হোস্টেলে রাত্রী যাপন, রাতের খাবার। ২য় দিন: বায়েজিত বোস্তামী মাজার, চট্টগ্রাম সীতাকুন্ড ইকোপার্ক (সুপ্তধারা ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা), পতেঙ্গা সমুদ্র সৈকত ইত্যাদি।

কালাচাঁদপুর ভ্রমণ কমিটির ৫ম বার্ষিক আনন্দ ভ্রমণ-২২ এর এর সমন্বয়ক মোঃ আহসান হাবিব জানান- এ বছরে আমাদের আনন্দ ভ্রমণটা যেন সুস্থ্য ও সুন্দর ভাবে করে আসতে পারি এ জন্য সকলের কাছে দোয়া কামনা করি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন