Home » কুতুবপুর ৫ চেয়ারম্যানসহ সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কুতুবপুর ৫ চেয়ারম্যানসহ সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কর্তৃক xVS2UqarHx07
177 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীসহ সকল সদস্য ও সংরক্ষিত সদস্যদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার কবীর উদ্দিন মনোনয়নপত্র বাছাই করেন। চেয়ারম্যান পদে মোট ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইদ্রিস আলী, জাতীয় পার্টি মনোনীত আব্দুর রশিদ, ইসলামী আন্দোলনের রোকনুজ্জামান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা এবং সাইফুল ইসলাম।

এদিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সাধারণ সদস্য পদের ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য জন্য ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এতে ১নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমজাদ হোসেন, সজল হোসেন,রাশিদুল হক। সাইফুল ইসলাম, বাসাদ আলী,শহিদুল ইসলাম, মিনারুল ইসলাম, শফিকুল ইসলাম। ২নং নং ওয়ার্ডের জন্য আফতাব হোসেন। ৩ নং ওয়ার্ডের জন্য আশরাফুল আলম, মনজুর রহমান। ৪ নম্বর ওয়ার্ডের জন্য আফরাজুল,আরিফুল ইসলাম। ৫ নম্বর ওয়ার্ডের জন্য হাফিজুল ইসলাম, হেলাল উদ্দিন, কোরবান আলী। ৬ নম্বর ওয়ার্ডের রাজন আলি, সুকচাঁদ আলী, আনারুল ইসলাম। ৭ নম্বর ওয়ার্ডের জন্য গোলাম হোসেন, নাজমুল হক। রবিউল ইসলাম। ৮ নম্বর ওয়ার্ডের জন্য আরিফুল ইসলাম, বকুল হোসেন,ডালিম মিয়া। ৯ নম্বর ওয়ার্ডের জন্য আবুল কাশেম,হায়দার আলী, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম সাবুর.আমিনুর হোসেন, রবিউল ইসলাম ,আহমদ আলী, আব্দুস সালাম, বিপ্লব হোসেন, তোজাম্মেল হক, মনোনয়নপত্র জমা দেন।

এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে (১,২,৩) ১ নম্বর ওয়ার্ড থেকে রোজিনা খাতুন, আমেনা খাতুন। (৪,৫,৬) ২ নম্বর ওয়ার্ড থেকে শাহনাজ খাতুন, দিলরুবা খাতুন, রওশনারা, আনোয়ারা খাতুন। এবং (৭,৮,৯) ৩ নম্বর ওয়ার্ড থেকে রহিমা খাতুন ও রশিদা বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়

০ মন্তব্য

You may also like

মতামত দিন