Home » কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ড দোকান ও বসতবাড়ী পুড়ে ভস্মিভূত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ড দোকান ও বসতবাড়ী পুড়ে ভস্মিভূত

কর্তৃক xVS2UqarHx07
198 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান ও বসতবাড়ী পুড়ে ভস্মিভূত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশু রামেরকুটি গ্রামের মিলনী বাজারে আব্দুর রহমান এর পুত্র মমিনুর রহমানের দোকান ও বসত বাড়ীতে এ অগ্নিকান্ড ঘটে।

আগুন লেগে প্রায় ৯০ হাত একটি টিনের ঘর, ওয়ার্কশপ,লেদ ও অটো পার্টসের দোকান, একটি অটো রিক্সা ও একটি নছিমন পুড়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে।

পরে বাজারের লোকজন এগিয়ে এসে দেখেন মূহুর্তেই আগুন ওয়ার্কশপের দোকান ও বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ সময় দোকানের মালিক মমিনুর রহমান অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হন। তিনি বর্তমানে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপেলক্স চিকিৎসাধীন আছেন।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাড়ি ও দোকান এক সাথে হওয়ায় ক্ষতির পরিমাণ একটু বেশি হয়েছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, খবর পেয়ে আমি নিজে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে যাই।

আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার মালামাল পুড়েগেছে এবং প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত মালামাল উদ্ধার করা হয়েছে।বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্র পাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন