আমঝুপি অফিস:
কোভিড-১৯ কারনে বেশ কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি সিদ্ধান্তে মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই মেহেরপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।
মঙ্গলবার মেহেরপুর জেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে শিক্ষার্থীদের বরণ করে নিতে দেখা গেছে। মেহেরপুর সদর উপজেলার মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। মেহেরপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম সহ শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।