Home » খুলনায় সদ্য প্রয়াত কবি-সাহিত্যিকদের স্মরণে দোয়া মাহফিল

খুলনায় সদ্য প্রয়াত কবি-সাহিত্যিকদের স্মরণে দোয়া মাহফিল

কর্তৃক xVS2UqarHx07
185 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

খুলনা সাহিত্য একাডেমি’র উদ্যোগে কবি সংগঠক মোঃ জুবায়েদ হোসেনের সদ্য প্রয়াত শাশুড়ি মোসাঃ শামসুন নাহার, প্রয়াত শ্বশুর আঃ সাত্তার, মংলা বন্দরের প্রয়াত কর্মচারী মুন্নার পিতা মরহুম আব্দুল কুদ্দুস এবং প্রয়াত খুলনার সকল কবি-সাহিত্যিকদের স্মরণে স্মরণ সভা, দোয়া মাহফিল ও অনলাইনে প্রকাশিত সাহিত্য পত্রিকা সৃজনশীল সাহিত্য বিকাশে…. “মোমেনশাহী দর্পণ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২/০৯/২১ইং) রাত ৮ টায় খুলনা সাহিত্য একাডেমি’র নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপুর সভাপতিত্বে কবি জুবায়েদ হোসেনের সদ্য প্রয়াত শাশুড়ি মোসাঃ শামসুন নাহার, প্রয়াত শ্বশুর আঃ সাত্তার, মংলা বন্দরের প্রয়াত কর্মচারী মুন্নার পিতা মরহুম আব্দুল কুদ্দুস ও প্রয়াত খুলনার সকল কবি- সাহিত্যিকদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আবৃত্তিকার ও কবি মল্লিক জাহিদুল ইসলামের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি ও সংগঠক মোঃ জুবায়েদ হোসেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কণ্ঠশিল্পী ও কবি ডাঃ আলমগীর হোসেন বাদশা। অনুষ্ঠানে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন- কণ্ঠশিল্পী মাসুদ মঈন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আধুনিক কবি ও সংগঠক কে, এম সেলিম ও সংগঠক ও কবি সাইফুর মিনা। অনুষ্ঠানে প্রয়াত খুলনার সকল কবি- লেখক যথাক্রমে মানু মান্নান, কবি, প্রবন্ধকার বহুমাত্রিক ব্যক্তিত্ব এস এম রইজ উদ্দিন আহম্মদ, সংগঠক ও নাট্য ব্যক্তিত্ব এস এম হারুন অর রশিদ বাচ্চু, প্রখ্যাত শ্রমিক নেতা আলহাজ্ব লোকমান হাকিম, লেখক লায়ন মহিউদ্দিন, কবি মীর আব্দুল জব্বার রেন্টু, কবি আলী কাশেম, কবি আইফার রহমান, কবি বিষ্ণুপদ সিংহ সহ প্রয়াত খুলনার সকল কবি লেখকদের কর্মময় জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেন- অধ্যাপক টিপু, কবি জুবায়েদ হোসেন, ডাঃ বাবলু, কবি কে, এম সেলিম, কন্ঠশিল্পী ও কবি সৈয়দ জীবন, কবি সাইফুর মিনা, কবি সুমন খান, কবি ও আবৃত্তিকার মেহবুব মল্লিক, কবি ডাঃ বাদশা, সামুদ্রিক কবি সালমান ফারসি, কবি শাহীন, কবি কার্তিক চন্দ্র, কবি হায়দার আলী, কবি আশরাফ, কবি সোহেল প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল আমিন, নাসিফ, তাহমিদ, মিশকাত, বিপ্লব প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন