নিজস্ব প্রতিবেদক:
খুলনায় সাপ্লাই চেইন এন্ড ডিজিটাল মার্কেট প্লাটফম ন্যায্যমুল্যে লিমিটেড এর কার্যক্রম অফিস উদ্বোধন করা হয়।
খুলনা স্কুল অনলাইন এডুকেশন এর পরিচালক মোঃ জুবায়েদ হোসেনের সাবলীল উপস্থাপনা মধ্য দিয়ে খুলনায় সাপ্লাই চেইন এন্ড ডিজিটাল মার্কেট প্লাটফম ন্যায্যমুল্যে লিমিটেড এর কার্যক্রম এবং অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭/০৯/২১ইং) সন্ধ্যায় খুলনায় সাপ্লাই চেইন এন্ড ডিজিটাল মার্কেট প্লাটফম ন্যায্যমুল্যে লিমিটেড এর কার্যক্রম এবং অফিস উদ্বোধন করা হয়েছে।
আমদানীকৃত গাড়ীসহ সকল ধরনের পন্যসামগ্রী সকল স্তরের মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার সন্ধায় ন্যায্যমুল্যে প্রাইভেট লিমিটেড এর শুভ উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মেশকাত হোসেন এবং চেয়ারম্যান সোহানা আক্তার যুথি এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীর লিগ্যালএ্যাডভাইজার মো: শরিফুল ইসলাম, এই আর এডমিন এবং একাউন্ট ম্যানেজার মো: আশিক ইশতিয়াক, হেড অব মার্কেটিং জাহিদ হোসেন সোহান, এক্সিকিউটিভ মার্কেটিং অফিসার মো: মোয়াজ্জেম হোসেন, সুরভী আহম্মেদ,আহমেদ আলী, নয়ন হোসাইন, মো: হাসান শেখসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শুভাকাঙ্খী , কোম্পানীর অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
ম্যানেজিং ডিরেক্টের মেশকাত হোসেন স্বাগত বক্তব্যে বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলে এ কোম্পানি এ অঞ্চলের মানুষের চাহিদা পূরণ করে সারা বাংলাদেশে পৌছে যাবে। এ কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্য তিনি নিজে লাভবান হওয়ার জন্য নয়, এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও ক্রেতারা লাভবান হবে। তার এ কোম্পানি খুলনার মানুষের কর্মসংস্থানের ঘাটতি পূরণে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ত্ব এবং পরিচালনা করেন, কোম্পানীর জিএম মো: আজিজুর রহমান।